প্রশ্ন : আসসালামু আলাইকুম। হযরত আমার স্ত্রীর বড় ভাই বিল্ডীং এর কন্ট্রাক্টরের কাজ করে। অর্থাৎ বিল্ডিং করতে যেসব কাঠ, বাশ, সিমেন্ট, বালু, ইট, সিট ইত্যাদি লাগে তা যখন যেটা পারে অর্ডার নিয়ে সাপ্লাই দেয়। এতে ভাড়া হিসাবে টাকা পায়। তার বর্তমানে কিছু পুঁজির দরকার। সে আমার সাথে ব্যবসা করতে অগ্রহী। আমি তাকে পুঁজি দিলে ব্যবসায় যে লাভ হবে তা আমরা আধাআধি করে দুই পক্ষ ভাগ করে নিবো এই মর্মে চুক্তি হয়েছে। আমার আব্বাও তাদের সাথে থেকে দেখবে এবং টুকটাক কাজ করার দ্বারা ব্যবসা শিখবে। এখন আপনার পরামর্শ কাম্য।
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
প্রশ্নের বর্ণনা থেকে মনে হয় আপনি ব্যবসায় অংশগ্রহণ করবেন না। শুধুমাত্র পুঁজি যোগান দিবেন। সেক্ষেত্রে আপনি আপনার পুঁজির আনুপাতিক হারের চেয়ে বেশি লভ্যাংশ নিতে পারবেন না। যেমন ধরুন আপনার পুঁজি ৫০০০ টাকা আর আপনার আত্মীয়ের পুঁজি ৫০০০ টাকা। এক্ষেত্রে আপনি অর্ধেকের চেয়ে বেশি লাভ নিতে পারবেন না। আপনার পুঁজি ৪০০০ টাকা আর আপনার আত্মীয়ের পুঁজি ৬০০০ হলে আপনি মোট লভ্যাংশের ৪০ শতাংশের চেয়ে বেশি নিতে পারবেন না। কাজেই আপনার ও তার পুঁজির অনুপাত আধাআধি বা আপনার পুঁজির পরিমান বেশি হলে প্রশ্নে উল্লেখিত চুক্তি অনুযায়ী আপনারা ব্যবসা করতে পারেন। আর আপনার চেয়ে তার পুঁজি বেশি হলে জায়েয হবে না।–বাদায়েউস সানায়ে ৬/৬৩; ফাতাওয়া উসমানী ৩/৪০