প্রশ্ন : আসসালামু আলাইকুম। হযরত আমার এক ভাই সেলুনে কাজ করে। অনেক লোক সেলুনে এসে দাড়ি মুন্ডায় এবং কাফিরদের অনুকরনে চুল কাটায়। এক্ষেত্রে সেলুনে কাজ করা কি তার জায়েয হবে?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
বর্তমানে প্রচলিত সেলুনগুলোর অধিকাংশ কাজ শরীয়ত পরিপন্থী। যার কারনে এর বেশিরভাগ উপার্জনই অবৈধ। কাজেই কেউ যদি শরয়ী সীমার মধ্যে থেকে বৈধভাবে চুল কাটার কাজ বা অন্য কোন বৈধ কাজ করে এবং দাড়ি মুণ্ডানোসহ অন্যান্য নাজায়েয কাজ থেকে বিরত থাকে তবে তা জায়েয হবে।- সহীহ মুসলিম, হাদীস নং ৬২৫; মুফতী শফী (রহঃ) আহকামুল কুরআন ৩/৭৪; রদ্দুল মুহতার ৫/২৭২;

Loading