প্রশ্ন : আসসালামু আলাইকুম, এক কিতাবে পড়েছিলাম যে, প্রত্যেক যুগে আল্লাহ তাআলা ৪০ জন আল্লাহর তাআলার বিশেষ বান্দা এই পৃথিবীতে আনেন তারা সমস্ত উম্মাতে মোহাম্মদীর প্রতিনিধিত্ব করেন। উক্ত কথা কতটুকু সত্য?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
এক হাদীসে আছে-
قال رسول الله صلى الله عليه و سلم لن تخلو الأرض من اربعين رجلا مثل ابراهيم خليل الرحمن فبهم يسقون وبهم ينصرون ما مات منهم احد الا ابدل الله مكانه اخر
অর্থঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলার বন্ধু ইব্রাহীম আলাইহিস সালাম এর মত চল্লিশ জন লোক থেকে যমিন কখনো খালি হবে না। তাদের কারনেই বৃষ্টি দেওয়া হয় এবং তাদের কারনেই সাহায্য করা হয়। তাদের মধ্য থেকে কেউ মারা গেলে আল্লাহ তাআলা আরেকজনকে তার স্থলাভিষিক্ত করেন।–আল মুজামুল আওসাত ৪/২৪৪

Loading