প্রশ্ন : আসসালামু আলাইকুম মুহতারাম, ইসলামে কত বছর বয়সে একজন ছেলে বা মেয়েকে সাবালক বা সাবালিকা বলে ধরা হয়? জাযাকাল্লাহ্ খায়রন।
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
ছেলে বা মেয়ের বালেগ হওয়ার কোন আলামত প্রকাশ না পেলে চান্দ্র বছর অনুযায়ী পনের বছর পূরা হলে তারা বালেগ গণ্য হবে। ছেলেরা সাধারণত বার বছরের পূর্বে আর মেয়েরা নয় বছরের পূর্বে বালেগ হয় না। ছেলেদের ক্ষেত্রে বালেগ হওয়ার আলামত তিনটি-
১। স্বপ্নদোষ হওয়া
২। বীর্যপাত হওয়া
৩। গর্ভ ধারন করাতে সক্ষম হওয়া
অনুরূপভাবে মেয়েদের আলামতও তিনটি
১। হায়েয আসা
২। স্বপ্নদোষ হওয়া
৩। গর্ভ আসা
-তাবয়ীনুল হাকায়েক ২/২৭৫,২৭৬; আল বাহরুর রায়েক ৮/১৫৩;