প্রশ্ন : আসসালামু আলাইকুম হযরত আমি অফিসে ইন্টারনেটে উযূ ছাড়াই কোরআন শরীফ তিলাওয়াত করি। এতে কি সাওয়াব হবে? সকালে এসেই সুরা ইয়াসীন ও আর রাহমান তিলাওয়াত করি এত সাওয়াব ও বরকত কম হবে কি? অনেক সময় দেখা গেছে কাজের ফাকে বসে আছি তিলাওয়াতের সাইট ক্লিক করে খুলে মনে মনে কিছুক্ষন তিলাওয়াত করলাম। কিন্তু তখন যদি বাথরুমে গিয়ে উযূ করে আসি তবে আসতে আসতে অনেক সময় ব্যয় হয়। এবং আসতে আসেত হয়তো আরেক কাজের অর্ডার পড়বে এছাড়া অফিসে বার বার অজু করায়ও একটু সমস্যা হয়। এখন আমার কি করণীয়? আপনার সুবিধার্থে আমি যে সাইটে কোরআর তিলাওয়াত করি সেটার লিংক দিয়ে দিলাম। যাযাকাল্লাহু ফিদ দারাইন। http://www.equraninstitute.com/quranreading//055_rahmaan_532_535.htm

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
হ্যাঁ, উযূ ছাড়া তিলাওয়াত করলেও সাওয়াব ও বরকত পাবেন ইংশাআল্লাহ। তবে উযূ অবস্থায় বরকত আরো একটু বেশী পাবেন এতে কোন সন্দেহ নেই। কেননা উযূ অবস্থায় থাকাটাই স্বতন্ত্রভাবে বরকতের একটি কারন। মুখে উচ্চারণ ব্যতীত মনে মনে দেখলে বা তিলাওয়াত করলে তিলাওয়াতের সাওয়াব পাবেন না। তবে খেয়াল রাখবেন যেন উযূ ব্যতীত কুরআনের আয়াত স্ক্রিনে স্পর্শ করা না হয়।– সূরা ওয়াকিয়া, আয়াত ৭৯; মুআত্তা মালেক, হাদীস নং ২৯৬; আল মুজামুল কাবীর, হাদীস নং ১৩২১৭; দারুল উলূম দেওবন্দ, অনলাইন ফাতওয়া নং ১৪৮১১০

Loading