প্রশ্ন : হুজুর এক লোকের ব্যবসা আছে। তার পন্য হালাল ও হারাম মিশ্রিত। অর্থাৎ সে ছবি এবং ছবি ব্যতীত দুই ধরনেরই কাজ করে। যেমন: প্রেস। সে আমার সাথে ব্যবসায়ে ইচ্ছুক। আমি তাকে ব্যবসার জন্য টাকা দিবো কি? যদি সে হালালটা করবে বলে টাকা নিয়ে গোপনে আমাকে না জানিয়ে হারামটায়ও আমার টাকা খাটায় এবং আমাকে হালাল হারাম উভয়ের লাভই হালালটা করেছে বলে দেয় তবে তা আমার জন্য না জানার কারণে বৈধ হবে কি? প্রশ্নটি গুছিয়ে করতে পারি নাই তাই ক্ষমাপ্রার্থী। জাযাকাল্লাহু খাইরান।

উত্তর :

যদি সে আপনাকে বলে থাকে যে, আপনার টাকা হালাল ব্যবসায় খাটাবে তবে আপনি দিতে পারেন। সেক্ষেত্রে আপনি যথাসাধ্য তদারকি করার চেষ্টা করবেন। এর পরেও সে কখনো আপনাকে না জানিয়ে হারাম ব্যবসায় তা ব্যবহার করলে এর দায় দায়িত্ব তার উপর বর্তাবে। আর যদি এমন হয় যে, সে কোন বাছ-বিচার ছাড়াই সব ধরনের ব্যবসায় তা খাটায় এবং আপনিও তা বুঝতে পারেন তবে তার সাথে এ ধরনের চুক্তি করা বৈধ হবে না। তবে যে ব্যক্তি হারাম কারবারে জড়িত তার সাথে ব্যবসায়িক সম্পর্ক না রাখাই যে ভালো, এতে কোন সন্দেহ নেই।

Loading