প্রশ্ন : রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঘুমানোর বিবরণ জানতে চাই? যেমন খাট, বালিশ, কোল বালিশ, লেপ, তোষক, কাঁথা/কম্বল ব্যবহার করতেন কি?

উত্তর :

হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খাট, বালিশ, কোলবালিশ, তোষক, কম্বল/কাঁথা ইত্যাদি ব্যবহার করতেন। তার তোষক ছিল চামড়ার যার মধ্যে খেজুর গাছের আঁশ ভরা থাকত। তিনি হেলান দেওয়ার জন্য বাম পাশে তাকিয়া বা কোলবালিশ ব্যবহার করতেন।–আলআদাবুল মুফরাদ, হাদীস নং ১১৬৩; সুনানে বাইহাকী, হাদীস নং ১৯৪২, ১৮৬২৫; শামায়েলে তিরমিজী, হাদীস নং ১৩১, ৩২৯

Loading