প্রশ্ন : আসসালামু আলাইকুম হযরত আযানের পর জরুরী কাজ ছাড়া অন্য কাজ করা হালাল নাকি হারাম?
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
না, জুমুআর দিন জুমুআর নামাযের আযান ব্যতীত অন্যান্য ওয়াক্তিয়া নামাযের ক্ষেত্রে আযানের সাথে সাথেই দুনিয়াবি কাজ-কাম হারাম নয়। বরং এমনভাবে নামাযের প্রস্তুতি নেওয়া জরুরী যাতে অনায়াসে মসজিদে গিয়ে জামাআতের সাথে নামায আদায় করতে পারে। এমনটি হলে কোন গুনাহ হবে না। তবে সর্বাবস্থায় উত্তম হল মুআজ্জিনের ডাকে সাড়া দিয়ে সাথে সাথে মসজিদে চলে যাওয়া। আর জুমুআর দিনে জুমুআর আযানের পর জুমুআর প্রস্তুতি ব্যতীত অন্য কোন দ্বীনী বা দুনিয়াবি কাজ করা নাজায়েয।–সূরা জুমুআ, আয়াত ৯; সুনানে আবূ দাউদ, হাদীস নং ৫৫০; আল বাহরুর রায়েক ১/৪২৪; ফাতওয়ায়ে দারুল উলূম দেওবন্দ ২/৭৯,৮০