প্রশ্ন : মুরগী/গরু মার্কা টিনের ঘরে নামায পড়া যাবে কি?
উত্তর :যদি উক্ত ছবি অনেক ছোট হয় বা চেহারা অস্পষ্ট হয় বা মাথাবিহীন হয় বা চেহারা মিটানো থাকে তবে নামাযের কোন ক্ষতি হবে না। চেহারা অনেক ছোট বা অস্পষ্ট হওয়ার অর্থ হল তা জমীনের উপরে রাখলে মধ্যম ধরনের চোখের জ্যোতি সম্পন্ন লোক দাঁড়ানো অবস্থায় তার চেহারার অংঙ্গসমূহ স্পষ্টভাবে বুঝতে পারে না। অন্যথায় (অর্থাৎ চেহারা বুঝা গেলে) নামায মাকরূহে তাহরীমী হবে।–আদ্দুররুল মুখতার ১/৬৪৮; জাওয়াহিরুল ফিকহ ৩/৩২৩