প্রশ্ন : Makruh mane ki? details bolben please.
উত্তর :মাকরূহ শব্দের অর্থ অপছন্দনিয়। মাকরূহ এমন কাজকে বলে যা আল্লাহ তাআলার কাছে অপছন্দনিয়। মাকরূহ দুই প্রকার।–
(১) মাকরূহে তাহরীমী (বড় মাকরূহ)
এটা ওয়াজিবের বিপরীত। করলে কাফের হ্য় না তবে ফাসেক হয়ে যায়। বিনা উযরে মাকরূহে তাহরীমী করাও ফাসেকী।
(২) মাকরূহে তানযীহী (ছোট মাকরূহ )
এটা মুস্তাহাবের বিপরীত। না করলে ছাওয়াব আছে করলে গোনাহ নেই।