প্রশ্ন : আসসালামু আলাইকুম, মুহতারাম। স্বামী যদি স্ত্রীর কোন আচরণে অসন্তুষ্ট হয়ে ক্ষোভে মনে মনে বলে যে, তুমি যদি আর এরকম কর তবে বিয়ে বাদ হয়ে যাবে।(যদিও তার স্বামী এরকম বলতে চায়নি, কিন্তু তার মন যখনই কোন নেগেটিভ কথা শোনে / কোন জটিল মাসআলা শোনে তবে সেই দিকে ঝুকে বেশি,উল্টা-পাল্টা চিন্তা আসে)। আর স্ত্রী যদি স্বামী মনে মনে যা বলল তা করে ফেলে তবে কি বিয়ে বাদ বা তালাক হয়ে যাবে?(উল্লেখ্য যে,যদিও স্বামী স্ত্রীকে তার মনের কথা প্রকাশ করেনি)
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
না, মনে মনে উক্ত কথা বলাতে আপনার স্ত্রীর উপর কোন তালাক পতিত হবে না।–সহীহ মুসলিম, হাদীস নং ৩৪৬; আদ্দুররুল মুখতার ৩/২৩০; মারাকীল ফালাহ, পৃষ্ঠা ২১৯