প্রশ্ন : আসসালামু আলাইকুম ১. কিছুদিন আগে আমার গাড়ি এক্সিডেন্ট হয়, আমার ডান পায়ের গোড়ালি ফেটে যায়, এখন যদিও নামায পড়তে পারি, কিন্তু ডাক্তার আমার পা নাড়াচাড়া করতে নিষেধ করেছেন, এমন অবস্থায় কি চেয়ারে বসে নামায পড়তে পারব ? ২. আমার ডান পায়ের গোড়ালির নিচে দুই ইঞ্চির মত চামড়া উঠে গেছে, ওযু করার সময় কি শুধু ডান পা (ক্ষতস্থান বাদে) মাসেহ করব আর বাম পা ধুয়ে ফেলবো, নাকি শুধু ক্ষতস্থান বাদে বাকি জায়গা ধুবো ? ৩. সুরা ফাতেহা পড়ে পায়ে ফু দেয়া যাবে কিনা (আমার কাছে মনে হল পায়ে ফু দিলে আল্লাহর কালামকে অসম্মান করা হবে) ?
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
১। যদি দ্বীনদার ডাক্তার বলে থাকেন নীচে বসলে হাড় জোড়া লাগতে সমস্যা হবে বা আপনার নীচে বসতে খুব কষ্ট হয় তবে আপনি চেয়ারে বসে নামায আদায় করতে পারবেন। সেক্ষেত্রে আপনি যথানিয়মে কিয়াম ও রুকূ করে সিজদাহ ও বৈঠক চেয়ারে বসে ইশারায় আদায় করবেন।–বুখারী শরীফ হাদীস নং- ১১১৭; এলউস সুনান ৭/২০৩
২। যদি উক্ত ক্ষতস্থান ধৌত করলে ক্ষতি হয় তবে পা ধুয়ে শুধুমাত্র ক্ষতস্থান ভিজা হাত দিয়ে মাসেহ করে নিবেন। আর যদি এতেও ক্ষতি হয় তবে পায়ের অন্যান্য স্থান ধুয়ে উক্তস্থান সম্পূর্ণরূপে ছেড়ে দিতে পারেন।–সুনানে বাইহাকী, হাদীস নং ১১১৮; আদ্দুররুল মুখতার ১/৪৭০
৩। কোন সমস্যা নেই।–সহীহুল বুখারী, হাদীস নং ৫৭৩৬