প্রশ্ন : আসসালামু আলাইকুম, ১। লাল এবং হলুদ পোষাক পড়তে রাসুল নিষেধ করেছেন কি ? লাল এর সাথে যদি খয়রি লাল মিক্স থাকে তাহলে কি হুকুম ? লাল এবং হলুদ টুপিও কি পড়া যাবে না ? 2. বেশীরভাগ আলেমদেরকে দেখি যে তারা সাদা কাপড় পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাদা কাপড় পড়েছেন এরকম কোন হাদীস আছে ?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
১। হ্যাঁ, হলুদ রংয়ের কাপড় ব্যবহার করতে পুরুষদের নিষেধ করেছেন। আর নিরেট লাল রংয়ের কাপড় ব্যবহার করা পুরুষদের জন্য মাকরূহ। অবশ্য লালের সাথে অন্য কোন রং মিশ্রিত হলে তা ব্যবহার করতে কোন অসুবিধা নেই। আর মহিলাদের জন্য সব রং ব্যবহার করা জায়েয।
টুপির হুকুমও একই অর্থাৎ কাপড়ের মত।–সহীহ মুসলিম, হাদীস নং ৫৫৫৫; সুনানে নাসাঈ, হাদীস নং ৫৩৩১; আদ্দুররুল মুখতার ৬/৩৫৮।
২। হ্যাঁ, একাধিক হাদীস রয়েছে। যেমন মুসলিম শরীফের একটি রেওয়ায়েতে রয়েছে হযরত আবূ জর (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সাদা কাপড় পরিধানরত অবস্থায় দেখেছেন।– সহীহ মুসলিম, হাদীস নং ২৮৩।
এছাড়া হাদীস শরীফে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন “তোমরা তোমাদের কাপড়ের মধ্য থেকে সাদা কাপড় পরিধান কর। কেননা তা তোমাদের কাপড়ের মধ্যে সর্বোত্তম”।– সুনানে আবূ দাউদ, হাদীস নং ৩৮৮০; সুনানে নাসাঈ, হাদীস নং ৫৩৩৮

Loading