প্রশ্ন : ১.কোন ঈমানদার কি জাহান্নামে যাবে? এ সংক্রান্ত কোরআনিক কোন দলীল/ আয়াত আছে কিনা? ২.বেতর নামাযের শেষ রাকাআতে কোন দুআটি (দোয়া-এ- কুনুত) পাঠ করা বেশী অথেন্টিক? প্লিজ… জানালে কৃতজ্ঞ থাকবো।
উত্তর :(১) হ্যাঁ, গুনাহগার মুমিন তার পাপের সাজা ভোগ করে জান্নাতে যাবে।–সহীহুল বুখারী, হাদীস নং ৮০৬; সহীহ মুসলিম, হাদীস নং ৪৬৯।
সব দলীল কি কুরআন থেকে দিতে হবে? যোহরের নামায যে চার রাকাআত এর দলীল কি কুরআনে পেয়েছেন? খুবই আশ্চর্যের কথা।
(২) সনদ, মতন ও সাহাবায়ে কেরামের আমলের আলোকে এই দুআটিই বেশী নির্ভরযোগ্য-
اللَّهُمَّ إِنَّا نَسْتَعِينُكَ وَنَسْتَغْفِرُكَ وَنُؤْمِنُ بِكَ وَنَتَوَكَّلُ عَلَيْك وَنُثْنِي عَلَيْكَ الْخَيْرَ ونشكرك وَلاَ نَكْفُرُكَ وَنَخْلَعُ وَنَتْرُكُ مَنْ يَفْجُرُكَ اللَّهُمَّ إِيَّاكَ نَعْبُدُ وَلَكَ نُصَلِّي وَنَسْجُدُ وَإِلَيْكَ نَسْعَى وَنَحْفِدُ نَرْجُو رَحْمَتَكَ وَنَخْشَى عَذَابَكَ إِنَّ عَذَابَكَ الْجِدَّ بِالْكُفَّارِ مُلْحِقٌ
– বাইহাকী, আস সুনানুল কুবরা ৩২৬৯; মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস নং ৬৯৬৫, ৩০৩৩৭; শারহু মাআনিল আছার, হাদীস নং ১৩৭০; মুসান্নাফে আব্দুর রাজ্জাক, হাদীস নং ৪৯৬৯; আলবানী, ইরওয়াউল গলীল ২/১৬৭; আল মুদাওওয়ানাতুল কুবরা ১/১৬৭।