প্রশ্ন : আসসালামু আলাইকুম, মাফ করবেন, বাজে একটা বিষয় জানতে চাচ্ছি। হারামজাদা/হারামজাদী এই শব্দটাকে গালি হিসেবেই জানি। মুলত এই শব্দের অর্থ কি? স্ত্রী স্বামীকে হারামজাদা বললে বা স্বামী স্ত্রীকে হারামজাদী বললে কি শুধু গালি দেয়ার গুনাহ হবে নাকি সম্পর্কেও কোনো সমস্যা হবে।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম

এর অর্থ হল অবৈধ সন্তান। অর্থাৎ যে সন্তান যিনার মাধ্যমে জন্মগ্রহণ করেছে বা যার পিতার হদিস নেই। হারামজাদা পুরুষবাচক আর হারামজাদী স্ত্রীবাচক শব্দ।

স্বামী স্ত্রী একে অপরকে এ বলে গালি দিলে বৈবাহিক সম্পর্কে কোন সমস্যা হবে না। তবে মনে রাখা দরকার গালি দেওয়া অনেক বড় গুনাহের কাজ এবং মুনাফিকের আলামত।–সহীহুল বুখারী, হাদীস নং ৩১৭৮; সহীহ ইবনে হিব্বান, হাদীস নং ২৫৫।

Loading