প্রশ্ন : হুজুর, আমি ব্যবসার মুলধনের জন্য নিরুপায় হয়ে ব্যাংক লোন নিতে চাই। এ বিষয়ে ইসলামী মতামত জানাবেন দয়া করে। ফোন নাম্বার পেয়েছি শুকরিয়া জানবেন।

উত্তর :

সূদী কারবারে সম্পৃক্ত হওয়া আল্লাহ্‌ তাআলার সাথে যুদ্ধ করার শামিল।তাই প্রতিটি মুমিনের সূদী কারবার থেকে বিরত থাকা অপরিহার্য কর্তব্য। কাজেই আপনি অন্য কোন পন্থা অবলম্বন করুন। আপনি প্রশ্নে লিখেছেন নিরুপায় হয়ে আপনি ব্যাংক লোন নিতে চান। আপনার নিরুপায়ের অবস্থা বিস্তারিত জানালে বিষয়টি আরো বিবেচনা করে উত্তর দেওয়া সম্ভব হবে।–সূরা বাকারাহ, আয়াত ২৭৯; সহীহুল বুখারী, হাদীস নং ৫৯৬২।

Loading