প্রশ্ন : আসসালামু আলাইকুম,আলহামদুলিল্লাহ, আপনার পেইজটা বেশ সমৃদ্ধ।এ মূহুর্তে আমি একটা কোম্পানিতে ছোট একটা চাকরি করি। কিন্তু আমার প্রাণ বলে আমি মনে হয় কি একটা মিস করেই যাচ্ছি। প্রতিনিয়ত ধাক্কা দিচ্ছে। কোরআনের আলো আমার মধ্যে নাই। ইমাম সাহেব যখন সুললিত কণ্ঠে সূরা তিলাওয়াত করেন, আমার ভেতরটা নাড়া দিয়ে উঠে। না পারছি সব কিছু ছেড়ে দিয়ে সামনে যেতে, না পারছি কোরআনের বাণী প্রচারে পিচপা হতে। আমার জন্য কোন সুযোগ কি নেই? আমি কি আলেম হতে পারব না? কোরআনের খাদেম হতে পারবো না? কোন সুযোগ কি নেই?
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
আপনার উত্তরটি হয়তো মেইলে পেয়েছেন। যেখানে আপনাকে সরাসরি যোগাযোগ করতে বলা হয়েছে।