প্রশ্ন : আসসালামু আলাইকুম, জনাবের কাছে জানতে চাই– (১) স্ত্রীর অনুমতিক্রমে সহবাস শেষে বীর্য যোনির বাইরে ফেলা কি জায়েজ আছে? (২) স্ত্রী সহবাসে অনিচ্ছুক বা স্ত্রীর মাসিকের সময় স্বামী যদি স্ত্রীর শরীরের সাথে ঠেস দিয়ে বীর্যপাত করে তবে কি তা জায়েজ হবে? এক্ষেত্রে শরয়ী হুকুম কি?(৩) আর উল্লেখিত দুইভাবে বীর্যপাতের কারনে কোন গুনাহ হয়েছে কি? উল্লেখ্য স্ত্রীর সিজারের কারনে ডাক্তারের পরামর্শ হচ্ছে অন্তত ২ বছর পর পরবর্তী সন্তানের ফিকির করা। দয়া করে বিস্তারিত সমাধান দিবেন।

উত্তর :

(১) হ্যাঁ, জায়েজ।–সহীহুল বুখারী, হাদীস নং ৫২০৭; সহীহু মুসলিম, হাদীস নং ৩৬২৯।

(২) হ্যাঁ, জায়েয হবে। তবে স্ত্রীর হায়েয অবস্থায় নাভী থেকে হাঁটুর নীচ পর্যন্ত কোন অঙ্গের সরাসরি সম্ভোগ বা তা থেকে উপকৃত হওয়া জায়েয নেই। কাজেই এমতাবস্থায় স্ত্রীর নাভী থেকে হাঁটুর নীচ পর্যন্ত কাপড়ে ঢেকে স্বামী যা ইচ্ছে করতে পারে।–সুনানে আবূ দাউদ, হাদীস নং ২৫৮; সুনানে নাসাঈ, হাদীস নং ২৮৫।

(৩) না।-প্রাগুক্ত

Loading