প্রশ্ন : আরবি নিয়ত নাইতুআন মুখে পাঠ করা কী বেদাত।-নাসিম ইসলাম,ফকিরাপুল

উত্তর :

নিয়ত অন্তর দিয়ে করাই যথেষ্ট। তবে বর্তমানে যেহেতু মানুষের অন্তরের একাগ্রতা একেবারে নেই বললেই চলে তাই ফুকাহায়ে কেরাম অন্তরের পাশাপাশি মৌখিক ভাবেও(চাই তা আরবীতে হোক বা অন্য কোন ভাষায়) নিয়ত করাকে উত্তম বলেছেন। -রদ্দুল মুহতার ১/৪১৬;আল-বাহরুর রায়েক ১/৪৮৩;আন-নাহরুল ফায়েক ১/১৮৮।

Loading