প্রশ্ন : তারাবীরর নামাজ তো সুন্নাতে মুয়াক্কাদা কেউ যদি ২০ রাকাত ননাপড়ে ৮ রাকাত পড়ে তাহলে কি সে গুনাহগার হবে। আর নবী করীম সাল্লাল্লাহু কত রাকাত তারাবি পড়তেন যদি হাদিসেরর মাধ্যমে জানতে পারতাম তাইলে কিছু শিখতে পারবো আর যারা আট রাকাত পড়ে তাদের কে নিষেধ করতে পারব।

উত্তর :

হ্যাঁ, বিনা কারনে সুন্নাতে মুয়াক্কাদা ছেড়ে দিলে গুনাহগার হবে। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কত রাকাআত তারাবীহ পড়তেন এ সংক্রান্ত কিছু হাদীস ও আছার নিম্নে উল্লেখ করা হল-
১। “হযরত ইবনে আব্বাস (রা:) থেকে বর্ণিত ,রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমযান মাসে ২০ রাকাআত তারাবীহ ও বিতর পড়তেন ।- মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস নং ৭৬৯২,মুসনাদে আবদ ইবনে হুমাইদ ,হাদীস নং ৬৫৩; তাবরানী, আল-মুজামূল কাবীর, হাদীস নং ১২১০২; তাবরানী, আল-মুজামূল আওসাত, হাদীস নং ৫৪৪০;বায়হাক্বী,সুনানে কুবরা -২/৪৯৬।
২। হযরত সায়েব ইবনে ইয়াযীদ(রঃ)বর্ণনা করেন,
“তাঁরা (সাহাবা ও তাবেয়ীন) উমর ইবনুল খাত্তাব(রঃ)এর যুগে রমযান মাসে বিশ রাকাআত পড়তেন। তিনি আরো বলেছেন যে,তাঁরা নামাযে শতাধিক আয়াত বিশিষ্ট সূরাসমূহ পড়েতন এবং উসমান ইবেন আফফান(রঃ)এর যুগে দীর্ঘ নামাযের কারণে তাঁদের কেউ কেউ লাঠিসমূহে ভর দিয়ে দাড়াতেন। “(আস সুনানুল কুবরা,বায়হাকীঃ ২/৪৯৬)

৩।তাবেয়ী আব্দুল আযীয ইবনে রুফাই (রহঃ)বর্ণনা করেন-
“উবাই ইবনে কাব (রঃ)রমযান মাসে মদীনায় লোকেদর নিয়ে বিশ রাকাআত তারাবীহ এবং তিন রাকাআত বিতর পড়তেন। “(মুসান্নাফ ইবনে আবী শাইবা ২/২৮৫)

৫। তাবেয়ী ইয়াহইয়া ইবেন সাঈদ আনসারী (রহঃ)বর্ণনা করেন
“উমর(রাঃ)এক ব্যাক্তিকে আদেশ করেন,তিনি যেন লোকেদর নিয়ে বিশ রাকাআত পড়েন। ”
(মুসান্নাফ ইবনে আবী শাইবা ২/২৮৫)
এছাড়াও আরো অসংখ্য বর্ণনা রয়েছে। মানার জন্য এই কয়েকটিই যথেষ্ট।

Loading