প্রশ্ন : রোযা অবস্থায় রোগীকে রক্ত দান করলে বা শরীরের কোনো অংশ কেটে গেলে এবং তা থেকে রক্ত বের হলে রোযা ভেঙ্গে যাবে কিনা?

উত্তর :

উপরোক্ত কোনো অবস্থাতে রোযা ভাঙ্গবে না। তবে রক্ত দেওয়ার কারনে রোযাদার দুর্বল হয়ে যাওয়ার আশঙ্কা থাকলে রক্ত দেওয়া মাকরূহ।–আদ্দুররুল মুখতার ৩/৩৬৫-৩৮১; বাদায়েউস সানায়ে ৪/২৬১

Loading