প্রশ্ন : আসসালামু আলাইকুমবড় জামাত বা ঈদ বা জুমার নামাযে ইমাম সাহেবের উপর সাহু সেজদা ওয়াজিব হয় তাহলে কি না দেওয়ার সুযোগ আছে? দলিলসহ উত্তরটা জানতে চাই। আশা করি উত্তরটা দিয়ে উপকৃত করবেন? আল্লাহ তায়ালা আপনাকে উত্তম প্রতিদান দিক। আপনার এ খেদমত কবুল করেন।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম

ঈদ বা জুমুআর নামাযেও কোন ওয়াজিব ছুটে গেলে মূলতঃ সিজদায়ে সাহু ওয়াজিব হয়। তবে ফুকাহায়ে কেরাম ঈদ বা জুমুআর নামাযে সিজদায়ে সাহু ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন। কেননা ঈদ ও জুমুআর জামাআত সাধারনত বড় হয়ে থাকে। আর এতে বিভিন্ন ধরনের মানুষের সন্নিবেসন ঘটে। যাদের অনেকেই সিজদায়ে সাহুর মাসায়েল সম্পর্কে অবগত নয়। কাজেই এ ধরনের বড় জামাআতে সিজদায়ে সাহু দিলে অজ্ঞতার দরুন অনেকেই বিভ্রান্তির শিকার হতে পারে। ঈদ ও জুমুআ ব্যতীত অন্যান্য বড় জামাআতেরও একই হুকুম। এরপরেও কেউ যদি সতর্কতামূলক সিজদায়ে সাহু দিয়ে দেয় তবে নামাযের কোন ক্ষতি হবে না।

আর যদি সিজদায়ে সাহু দেওয়ার কারনে কোন বিভ্রান্তির আশংকা না থাকে তবে সিজদায়ে সাহু দিয়ে তবেই নামায শেষ করবে। ( রদ্দুল মুহতার ২/১৭৪,১৮০; ফাতাওয়া হিন্দিয়া ১/১২৮; হাশিয়ায়ে তাহতাবী, পৃঃ ৩৬৫,৪৬৬; ফাতওয়ায়ে মাহমূদিয়া ৭/৪৫৫-৪৫৮; ফাতওয়ায়ে দারুল উলূম দেওবন্দ ৪/২৮৯)

Loading