প্রশ্ন : আসসালামু আলাইকুম, মনে করুন আমরা বন্ধুরা ইয়ারকি করে মিথ্যা কথা বলেছি, এই মিথ্যা কথাটা মিথ্যা বলে কি গন্য হবে?ধন্যবাদ।

উত্তর :

ঠাট্টা করে মিথ্যা বলাও জঘন্যতম গোনাহ। কাজেই তা পরিহার করা জরুরী। পূর্বে এমনটি করে থাকলে তার জন্য ইস্তেগফার করতে হবে। হাদীস শরীফে বর্নিত আছে –
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَامِرٍ أَنَّهُ قَالَ دَعَتْنِى أُمِّى يَوْمًا وَرَسُولُ اللَّهِ – صلى الله عليه وسلم-قَاعِدٌ فِى بَيْتِنَا فَقَالَتْ هَا تَعَالَ أُعْطِيكَ. فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « وَمَا أَرَدْتِ أَنْ تُعْطِيهِ ».
قَالَتْ أُعْطِيهِ تَمْرًا. فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « أَمَا إِنَّكِ لَوْ لَمْ تُعْطِيهِ شَيْئًا كُتِبَتْ عَلَيْكِ كِذْبَةٌ »

অর্থঃ হযরত আব্দুল্লাহ ইবনে আমের (রাঃ) থেকে বর্নিত তিনি বলেন, একদিন আমার মা আমাকে ডাকলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের বাড়ীতে বসা ছিলেন। আমার মা বললেন,আস! আমি তোমাকে (একটা জিনিস) দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লহু আলাইহি ওয়া সাল্লাম আমার মাকে বললেন, তুমি তাকে কি দেওয়ার ইচ্ছা পোষন করেছ?আমার মা বললেন,আমি তাকে একটা খেজুর দিব। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাল্লাম তাকে (আমার মাকে ) বললেন,শুনে রাখ! তুমি যদি তাকে কোন কিছু না দিতে তবে তোমার জন্য একটা মিথ্যা (এর গোনাহ) লিখা হত। (সুনানে আবূ দাউদ,হাদীস নং ৪৯৯৩;মুসনাদে আহমাদ, হাদীস নং ১৫৭০২)
অন্য একটি হাদীসে এসেছে-
وَيْلٌ لِلَّذِى يُحَدِّثُ فَيَكْذِبُ لِيُضْحِكَ بِهِ الْقَوْمَ وَيْلٌ لَهُ وَيْلٌ لَهُ
অর্থঃ ধবংস ঐ ব্যক্তির জন্য যে মানুষকে হাসানোর জন্য কথা বলার সময় মিথ্যা বলে । ধবংস তার জন্য,ধবংস তার জন্য। (সুনানে আবূ দাউদ, হাদীস নং ৪৯৯২;আস-সুনানুল কুবরা,নাসায়ী,হাদীস নং ১১৬৫৫)

Loading