প্রশ্ন : আসসালামু আলাইকুম,হযরত, আমার খালা একটি মাসআলা জানতে চেয়েছেন। মাসালাটি হলো- আমার খালার পিতার মৃত্যুর পর ওয়ারিশ হিসেবে সম্পদ পেয়েছেন। আমার খালার ৩টি বালেগ মেয়ে (জীবিত) আছে এবং তার কোন ছেলে নেই। কিন্তু আমার খালার বড় ভাইয়ের ছেলেরা (৩ জন বালেগ পুরুষ) দাবী করছে যে- তারাও নাকি আমার খালার সম্পদের থেকে অংশ পাবে যেহেতু খালার ছেলে নেই। এমতাবস্থায় উক্ত মাসালা- ইসলামী হুকুম অনুযায়ী সমাধান দিতে আপনার সু-মর্জি হয়।(জাজাকাল্লাহ)

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
আপনার খালার মৃত্যুর পর তার রেখে যাওয়া সম্পদ থেকে প্রথমে তার দাফন কাফনে ব্যয় করা হবে। অতঃপর তার ঋণ থাকলে তা পরিশোধ করা হবে। এরপর তার কোন বৈধ ওসিয়ত থাকলে অবশিষ্ট সম্পত্তির এক তৃতীয়াংশ থেকে পুরন করা হবে। অতঃপর তার অবশিষ্ট সম্পদের তিন ভাগের দুই ভাগ তার মেয়েরা পাবেন। সম্পদের চার ভাগের এক ভাগ উনার স্বামী থাকলে স্বামী পাবেন। স্বামী না থাকলে মেয়েদের নেয়ার পর অবশিষ্ট সম্পদ তার দাদা পাবেন। তিনি না থাকলে খালার আপন ভাইয়েরা পাবেন। আর কোন ভাইও না থাকলে ভাইয়ের সন্তানরা পাবেন।-সূরা নিসা আয়াত নং ১০; আসসিরাজী ফিল মীরাছ পৃঃ নং ৩৬; ফাতাওয়া সিরাজিয়্যাহ ২/২৪২; খুলাছাতুল ফাতাওয়া ৪/২১৪; আননুতাফ ফিল ফাতাওয়া পৃঃ নং ৫১৪

Loading