প্রশ্ন : আসসালামু আলাইকুম। মুহতারাম, আমাদের বাসায় পানি না থাকলে তায়াম্মুম করে নামায পড়ি। যদি দেখা যায় যে তায়াম্মুম করার পর নামাযের জন্য প্রস্তুতি নিতে নিতে পানি চলে এসেছে, তাহলে তখন কি নামায আদায় করে নেয়া যাবে? নাকি পূনরায় উযু করে নিতে হবে?
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
শুধু নিজ বাড়ীতে পানি না থাকার দরুন তায়াম্মুমের বিধান প্রযোজ্য নয়। বরং তায়াম্মুমের জন্য শর্ত হল এক মাইল পরিমান দূরত্ব পর্যন্ত পানি তালাশ করা। এর মধ্যে যদি পানি না পাওয়া যায় তবেই তায়াম্মুম বৈধ হবে। এবং তায়াম্মুম করার পর যদি নামায আরম্ভ করার পূর্বে বা মাঝে পানি চলে আসে তবে উযু করেই নামায আরম্ভ করবে। আর যদি ওয়াক্ত শেষ হবার আগ পর্যন্ত পানি পাওয়ার আশা থাকে তবে শেষ পর্যন্ত অপেক্ষা করা মুস্তাহাব।
উল্লেখ্য যে, দ্বীনী মাসায়েল শিক্ষা করে সে অনুযায়ী আমল করা জরুরী। মনগড়া আমল করা জঘন্যতম গোনাহের কাজ। কাজেই আপনার বাসায় পানি না থাকলেই তায়াম্মুম করে নামায পড়া জায়েয হয়নি। আশে পাশে এক মাইলের মধ্যে পানি তালাশ করা কর্তব্য ছিল। তাই আপনি অতীতের এভাবে আদায়কৃত নামাযগুলো কাযা করে নিবেন এবং খালেছভাবে তাওবা করে নিবেন।-সুনানে তিরমিযী, হাদীস নং ১২৪; মুনইয়াতুল মুসল্লী ১/১৩৬; হিদায়া ১/৫৬; নাইলুল আওতার ১/২৯৪; শারহে মুখতাসারুত ত্বহাবী ১/৪৩০; আননাহরুল ফায়েক ১/১০৮