প্রশ্ন : যদি কোন ইমাম ফরজ নামাজে مالك يوم الدين ছেড়ে দেয় এবং সাজদায়ে সাহহ্ না করে তাহলে কি হুকুম ? নামাজ কি পুণরায় পড়তে হবে কি না?
উত্তর :এটা যদি ফরজ নামাযের প্রথম বা দ্বিতীয় রাকাআতে হয় তবে সিজদায়ে সাহূ না দিলে উক্ত নামায পুনরায় দোহরানো বা পড়া ওয়াজিব। আর যদি তৃতীয় বা চতুর্থ রাকাআতে হয় তবে সিজদায়ে সাহূ ছাড়াই নামায সহীহ হয়ে যাবে।–ফাতাওয়া হিন্দিয়া ১/১২৬; হালবিয়ে কাবীর, পৃষ্ঠা নং ৪৫৫