প্রশ্ন : বিনা দাওয়াতে অন্যের বাড়িতে খাওয়ার বিধান কি?
উত্তর :সম্পূর্ণ নাজায়েয ও হারাম। হাদীস শরীফে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন-
مَنْ دَخَلَ عَلَى غَيْرِ دَعْوَةٍ دَخَلَ سَارِقًا وَخَرَجَ مُغِيرًا
অর্থঃ যে ব্যক্তি বিনা দাওয়াতে কোথাও (খাওয়ার জন্য) প্রবেশ করে সে চোর হয়ে প্রবেশ করে আর ডাকাত হয়ে বের হয়।–সুনানে আবূ দাউদ, হাদীস নং ৩৭৪৩