প্রশ্ন : আমি জানতে চাচ্ছি যে, আমার যেই ব্যক্তির সাথে সম্পর্ক আছে তাকে আমি বিয়ে করতে চাই। কিন্তু উনি এখন বিয়ে করতে রাজি নন। তাই আমি চাচ্ছিলাম ২ জন সাক্ষীকে ফোনের লাইনে রেখে তাকে দিয়ে কবূল বলিয়ে নিব। কিন্তু তিনি জানতে পারবেন না যে উনি এবং আমি যে কবুল বলেছি তা ২জন ব্যক্তি শুনেছেন। উনি জানবেন যে আমরা দুজনই নিজেদের মধ্যেই কবুল বলেছি যা একমাত্র আল্লাহ ছাড়া অন্যকেউ জানে না। এইভাবে কি আমাদের বিয়ে হবে? যদি সাক্ষী ২ জন স্পষ্টভাবে আমাদের দুজনের কবুল বলা শুনে থাকে? আর উনি যদি এভাবে বলে যে “আজ থেকে আমি তোমাকে আমার স্ত্রীরুপে গ্রহণ করলাম”  তাহলে কি বিয়ে হবে? এভাবে না হলে কী বললে বিয়েটা হবে?

উত্তর :

না, উক্ত পদ্ধতিতে বিবাহ হবে না।

উল্লেখ্য যে, ছেলে মেয়ের কুফু বা সমকক্ষ না হলে এবং মেয়ের অভিভাবক রাজী না থাকলে উক্ত বিবাহই হয় না। তাই আপনি অভিভাভকদের সাথে নিয়েই সামনে চলার চেষ্টা করুন। এতেই কল্যাণ নিহিত। আর নিম্নোক্ত লিঙ্কের প্রশ্নোত্তরটি ভালোভাবে দেখে নিন-

http://muftihusain.com/ask-me-details/?poId=3192

Loading