প্রশ্ন : ইমামকে মুক্তাদী রুকু অবস্থায় পেলে মুক্তাদী ইমামের সাথে কিভাবে শরীক হবে?
উত্তর :প্রথমে তাকবীরে তাহরীমা বলে হাত ছেড়ে দিবে। অতঃপর ছানা না পড়ে রুকুর তাকবীর বলে রুকূতে শরীক হবে। রুকূতে যাওয়ার পরেও যদি সে ইমামকে রুকূতে পায় তবে উক্ত রাকাআত গণ্য হবে। আর তা না হলে উক্ত রাকাআত গণ্য হবে না।–সূনানে আবূ দাউদ, হাদীস নং ৮৯৩; সূনানে বাইহাকী, হাদীস নং ২৬৭৭