প্রশ্ন : السلام عليكم ورحمة الله وبركاته আমরা অনেক কিতাবে বা নেটে রুকু সিজদার প্রচলিত তসবীহর বাইরে অনেক ধরনের তসবীহ পাই, যেমন:١. سُبْحَانَ ذِي الْجَبَرُوتِ، وَالْمَلَكُوتِ، وَالْكِبْرِيَاءِ، وَالْعَظَمَةِ٢. سُبْحَانَكَ اللَّهُـمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ اللَّهُمَّ اغْفِرْ لِيএখন প্রশ্ন হলো: এগুলো কি ফরজ নামাযের রুকু সিজদায় পড়া যাবে? নাকি শুধু প্রচলিত তসবীহ سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِফরজ নামাযে পড়তে হবে?
উত্তর :و عليكم السلام ورحمة الله وبركاته
না, ফরজ নামাযে পড়া যাবে না। চাইলে নফল নামাযে পড়তে পারেন।-রদ্দুল মুহতার ১/৫২১; হাশিয়ায়ে তাহতাবী, পৃষ্ঠা ২৭২