প্রশ্ন : আমি বিদেশ থাকি কিছুদিন আগে আমার বউয়ের সাথে ঝগড়া হয়। ১০/১২দিন একাধারে ঝগড়া চলে। আমি তাকে বুঝাতে পারিনি। শেষে একদিন ঝগড়ার সময় অনেক বেশি রেগে গিয়ে তিনবার করে কয়েক বার তালাক বলে ফেলি। তখন ভালোমন্দ বিচার করার শক্তি ছিল না। আমার একটা ৯ মাসের বাচ্চা আছে তার কথাও মনে ছিল না। অনেক দিনের ঝগড়ার কারনে নিজেকে কন্ট্রোল করতে পারিনি। এখন কি আমার স্ত্রী কি তালাক হয়েছে? জানালে খুব খুশি হতাম।

উত্তর :

প্রশ্নের বর্ণনা অনুযায়ী আপনার স্ত্রীর উপর তিন তালাকে মুগাল্লাযা পতিত হয়ে তিনি আপনার জন্য স্থায়ীভাবে হারাম হয়ে গিয়েছেন। শরয়ী হালালাহ ব্যতীত আপনাদের ঘর সংসার করা সম্পূর্ণ নাজায়েয ও হারাম। শরয়ী হালালার সূরত হল, আপনার স্ত্রীর ইদ্দত পার হবার পর অন্য কোন পুরুষ তাকে বিবাহ করবে। এরপর তাদের মাঝে শারীরিক সম্পর্ক (মেলামেশা) হওয়ার পর সে স্বেচ্ছায় আপনার স্ত্রীকে তালাক দিবে। অতঃপর তার ইদ্দত পার হবার পর আপনি চাইলে তার সাথে নতুনভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন।–সূরা বাকারাহ, আয়াত ২৩০; সহীহুল বুখারী, হাদীস নং ৫৭৯২; রদ্দুল মুহতার ৩/২৯৯; ফাতাওয়া হিন্দিয়া ১/৪৭৩; মাজমূআতুল ফাতাওয়া ২/৬৮

Loading