প্রশ্ন : আসসালামু আলাইকুম। ভাই আমাকে সাহায্য করুন প্রশ্ন: আমি দুই তিন বার সমকামীতা করি প্রথম করি সম্ভবত তৃতীয় শ্রেণী। তারপর 5 ম এবং শেষ 6 to 7 হবে সম্ভবত। তারপর আর কখনো হয়নি। তারপর ইনশাআল্লাহ 9ম থেকে ইসলামেলর আহকাম মানার চেষ্টা করি এখন আমি পাচ ওয়াক্ত সালাত আদায় করি। কিন্তু ছোটবেলার কৃতকর্মের কারনে মরে যেতে ইচ্ছা করে। এখন হুজুর আমি পবিত্র হতে চাই? নামাযে দাড়ালে এই পাপের কারণে হৃদয় ভারাক্রান্ত থাকে।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
আপনার পেরেশান হবার কিছুই নেই। আপনি খালেছভাবে আল্লাহ তাআলার নিকট তাওবা করুন। আল্লাহ তাআলা মাফ করে দিবেন ইংশাআল্লাহ। আর তাওবার পর পূর্বের কথা ভুলে যান। আল্লাহ তাআলার রহমত ও মাগফিরাত থেকে নিরাশ হবেন না। আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হওয়া অনেক বড় জঘন্যতম গুনাহ।-সূরা যুমার, আয়াত নং ৫৩

Loading