প্রশ্ন : আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ, (হুযুর আমার ভাগ্নে হইছে তাই তার নাম রাখতে হবে তাই উত্তরটা তাড়াতাড়ি দিলে ইসলামিক নামটি রাখতে পারতাম) আজকে আমার ভাগ্নে হয়েছে, তার নাম আমি রাখতে চেয়েছি কোরআনে বর্ণিত একজন নবীর নাম- হযরত ইয়াসা (আঃ) এর। অন্যান্য নবীর নাম কমন, তাই চেয়েছিলাম এমন একজন নবীর নাম যার তেমন আলোচনা ও নাম নাই। তাই উক্ত নামটি চোখে পড়ে। যেহেতু আমি সমস্ত ফতোয়া আপনার কাছ থেকে জেনে আমল করি। তাই আপনার কাছে জানতে চাচ্ছি নামটি কিরকম হবে- যেমন: ১) মুহাম্মাদ ইয়াসা, ২) মুহাম্মাদ আল ইয়াসা, ৩) মুহাম্মাদ ইয়াসায়া, ৪) মুহাম্মাদ আল ইয়াসায়া অথবা কিভাবে নামটি রাখতে হবে ? এবং নামের অর্থ কি হবে জানালে খুবই উপকৃত হতাম। (জাজাকাল্লাহু খইরন)

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
সহীহ উচ্চারণ আল ইয়াসা। সে হিসেবে মুহাম্মাদ আল ইয়াসা রাখতে পারেন। তবে সর্বদা আল ইয়াসা বলে ডাকা জরুরী নয়। আল বাদ দিয়ে শুধু ইয়াসা বলেও ডাকতে পারেন। অর্থ হল উদার।

Loading