প্রশ্ন : স্মার্টফোন, ছোট সাউন্ডবক্স, হেডফোন এগুলো বিক্রয় করা কি হালাল? আর এর ইনকামটা কি হালাল হবে? কারণ এগুলো দিয়ে ভালো খারাপ দু ধরনের কাজ ই করা যায়। আর আমি যদি এটা জেনে থাকি যে, যে ব্যাক্তি আমার থেকে মোবাইল, সাউন্ডবক্স বা হেডফোন কিনছে সে বেশিরভাগ সময়ই গান, ফিল্ম দেখবে, আর মাঝে মধ্যে হয়ত ওয়াজ বা অন্য ভালো কাজ করবে তাহলে এক্ষেত্রে কি আমার বিক্রি করা কি হালাল হবে?

উত্তর :

হ্যাঁ, এগুলো বিক্রি করা জায়েয। তবে আপনি যদি কোন গুনাহের কাজে সহযোগিতার নিয়তে এগুলো বিক্রি করেন সেক্ষেত্রে এগুলো বিক্রি করা মাকরূহ। অন্যথায় ক্রেতা যে নিয়তেই ক্রয় করুক নে কেন আপনার জন্য তা বিক্রি করা বৈধ।-রদ্দুল মুহতার ৫/২৭২; নাইলুল আউতার ৫/১৫৪; মুফতী শফী (রহঃ) আহকামুল কুরআন ৩/৭৪; সূরা মায়েদা, আয়াত নং ২; জাওয়াহিরুল ফিকহ ২/৪৫৩; ফিকহী মাকালাত ৩/৩৯

Loading