প্রশ্ন : একজন নারী গর্ভবতী অবস্থায় পুতুল বা কার্টুন ছবি দেখলে গর্ভের বাচ্চার কি কোন প্রকার ক্ষতি হয়?
উত্তর :না, ক্ষতি হয় না। তবে কার্টুন (মুভি বা সিনেমা) দেখা নাজায়েয। আর গর্ভাবস্থায় নাজায়েয কাজ করলে তার প্রভাব সন্তানের উপর কিছুটা হলেও পড়ে। তাই এসময় বেশি বেশি নেক কাজের প্রতি (যেমন তাসবীহ, তিলাওয়াত, যিকির, দুআ ইত্যাদিতে) মনযোগী হওয়া উচিত। এর দ্বারা সন্তানও নেককার হবে ইংশাআল্লাহ।