প্রশ্ন : আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হলো বাথরুমে ঢোকার আগে বাথরুমে ঢোকার দোয়া পড়তে ভুলে গেলে কি করনীয়? টয়লেটে বসে কি টয়লেটের দোয়া পড়া যায়?
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
না, টয়লেটে প্রবেশ করে দুআ পড়া যাবে না। কখনো প্রবেশের পূর্বে পড়তে ভুলে গেলে বের হওয়ার পর ইস্তেগফার করতে পারেন এবং ভবিষ্যতে সতর্ক থাকবেন।