প্রশ্ন : একটি মেয়ে ও একটি ছেলে বাড়িতে না জানিয়ে একবার বিয়ে করেছে। এখন আবার বাড়িতে সবাইকে জানিয়ে বিয়ে করতে পারবে কি পারবে না? এক কথায় একটি মেয়েকে দুই বার বিয়ে করা যাবে কি না?

উত্তর :

যদি ছেলে মেয়ের পরিবারের কুফু (সমকক্ষ) না হয় এবং মেয়ের পিতামাতা নারাজ থাকে তবে সহীহ মত অনুযায়ী উক্ত বিবাহ সংঘটিতই হয় না। সেক্ষেত্রে পূর্বের কৃতকর্মের জন্য খালেছভাবে তাওবা করে উক্ত মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে কোন সমস্যা নেই। আর যদি কুফু হয়ে থাকে তবে পুনরায় দ্বিতীয়বার একই মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া সম্পর্কে জানতে নিম্নোক্ত লিঙ্ক ভিজিট করুন-
http://muftihusain.com/ask-me-details/?poId=2371

Loading