প্রশ্ন : আসসালামু আলাইকুম ওয়া রাহ’মাতুল্লাহ। কাপড়ের কোন অংশে নাপাকী লাগলে ওই অংশটুকু একবার ধুলেই কি কাপড় পাক হবে, নাকি তিনবার ধৌত করতে হবে? আর কোন অবস্থায় সম্পূর্ণ কাপড় তিনবার ধৌত করতে হয় আর কোন অবস্থায় সম্পূর্ণ কাপড় একবার ধৌত করলেই কাপড় পাক হয়? বিস্তারিত জানাবেন।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ
গাঢ় দৃশ্যমান কোন নাপাকী (যেমন পায়খানা) শরীর বা কাপড়ে লাগলে তা পাক করা নিয়ম হল, ঐ নাপাকী এমনভাবে ধৌত করবে যাতে কোন দাগ না থাকে। দুই একবার ধোয়ার দ্বারা দাগ দূর হয়ে গেলেই শরীর বা কাপড় পাক হয়ে যাবে। তবে এক্ষেত্রে তিনবার ধোয়া মুস্তাহাব। তিনবার ভালো করে ধোয়ার পরেও যদি নাপাকীর কিছু আছর বা দুর্গন্ধ থেকে যায় তবে কোন সমস্যা নেই। এক্ষেত্রে সাবান ইত্যাদি দ্বারা দাগ বা দুর্গন্ধ দূর করা জরুরী নয়।
আর পানির মত তরল কোন নাপাকী শরীর বা কাপড়ে লাগলে তা পাক করা নিয়ম হল তিনবার ধৌত করা এবং প্রত্যেকবার কাপড় ভালো করে এমনভাবে নিংড়ানো, যাতে আর পানি না পড়ে। ভালো করে না নিংড়ালে কাপড় পাক হবে না।–আল বাহরুর রায়েক ১/৪১০; ফাতাওয়া হিন্দিয়া ১/৪২; আদ্দুররুল মুখতার ১/৩৩১, ৩৩২

Loading