প্রশ্ন : আমি একটা মেয়েকে প্রায় সাড়ে ৩ বছর যাবত অনেক ভালবাসি। সেও আমাকে অনেক ভালবাসে। আমাদের এই অবৈধ সম্পর্কের মাঝে অনেক শারীরিক সম্পর্কও হয়েছে। আমরা এখন দেখা সাক্ষাত, কথা বলা থেকে বিরত আছি। তবে একে অপরকে প্রতিশ্রুতি দিয়েছি, ইনশাআল্লাহ আমরা পরিবারকে জানিয়ে কয়েক বছর পর বিয়ে করবো। তাকে বিয়ে করতে শরীয়তের দৃষ্টিতে কোন সমস্যা আছে কি?

উত্তর :

না, তাকে বিবাহ করতে শরয়ী দৃষ্টিকোণ থেকে কোন আপত্তি নেই।
তবে বিবাহের পূর্বে তার সাথে দেখা সাক্ষাত, কথাবার্তা সম্পূর্ণ নাজায়েয ও হারাম। আর অতীতের গোনাহের জন্যও আল্লাহ তাআলার নিকট খালেছভাবে তাওবা করা জরুরী।- সূরা আহযাব : ৫৩; তাফসীরে কুরতুবী ১৪/১৪৬; আহকামুল কুরআন, জাসসাস ৩/৩৫৯

Loading