প্রশ্ন : শ্রমিকের বেতন ৩/৪ মাসের টাকা হাতে রাখা কি জায়েয?
উত্তর :না, জায়েয নয়। বরং স্পষ্ট জুলুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন-
أعط الأجير أجره قبل أن يجف عرقه
অর্থঃ শ্রমিকের পারিশ্রমিক দিয়ে দাও তার ঘাম শুকানোর পূর্বে।–সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ২৪৪৩