প্রশ্ন : আসসালামু আলাইকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর যেহেতু সব কিছুই লিপিবদ্ধ আছে, সেহেতু এটাও আছে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি খেজুর খেয়েছিলেন? বাংলাদেশে ঐ খেজুরের নাম কি?
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
খেজুর খেয়েছেন হাদীস শরীফে এতটুকু তো পাওয়া যায়। কিন্তু খেজুরের নাম তো পাওয়া যায় না। তবে আজওয়া নামক খেজুরের বিশেষ ফজীলাত হাদীস শরীফে পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন-
مَنْ تَصَبَّحَ كُلَّ يَوْمٍ سَبْعَ تَمَرَاتٍ عَجْوَةً لَمْ يَضُرَّهُ فِي ذَلِكَ الْيَوْمِ سُمٌّ وَلَا سِحْرٌ
অর্থঃ যে ব্যক্তি প্রত্যহ সকালে সাতটি আজওয়া খেজুর খাবে, ঐ দিনে কোন বিষ বা যাদু তার কোন ক্ষতি করতে পারবে না।–সহীহুল বুখারী, হাদীস নং ৫৪৪৫
অন্য হাদীসে রয়েছে আজওয়া জান্নাত থেকে এসেছে।–সুনানে তিরমিজী, হাদীস নং ২০৬৬