প্রশ্ন : বাথরুম করার পর ঢিলা ব্যবহার করে পানি ব্যবহার করি। এখন পানি ব্যবহার করার পর শরীরের কিছু অংশে পানি লেগে থাকে। এখন পানিটা যদি কাপড়ে লাগে কাপড় কি নাপাক হয়ে যাবে?
উত্তর :না, নাপাকী ধৌত করার পর শরীরে যে পানি থাকে তা কাপড়ে লাগলে কাপড় নাপাক হবে না। তবে লক্ষ রাখবে, নাপাকি ধৌত করার সময় নাপাকী মিশ্রিত পানি যেন শরীর বা কাপড়ে না লাগে।