প্রশ্ন : ১। গোপন অঙ্গের লোম চল্লিশ দিনের বেশি সময় না কাটলে শরীর নাকি নাপাক হয়ে যায়? কথাটি কি সত্য? ২। চল্লিশ দিনের বেশি সময় পর্যন্ত না কাটলে কি নামাজের কোন ক্ষতি হবে?

উত্তর :

১। না, শরীর নাপাক হয় না। তবে চল্লিশ দিন পর্যন্ত না কেটে রেখে দেওয়া মাকরূহে তাহরীমী। এর পূর্বেই কেটে নেওয়া ওয়াজিব।–সহীহ মুসলিম, হাদীস নং ৬২২; রদ্দুল মুহতার ২/৪০৬, ৪০৭

২। না।–ফাতাওয়া হিন্দিয়া ৫/৩৬৮; ফাতওয়ায়ে দারুল উলূম দেওবন্দ ৪/৫০

 

Loading