প্রশ্ন : আসসালামু আলাইকুম, আমার এক দ্বীনি ভাই মাছের ব্যবসা করে, তার শরীর থেকে খুবই বিরক্তিকর মাছের গন্ধ আসে। মসজিদে জামাতে দাড়ালে তার আশে-পাশে প্রায় ১৫-২০ লোকের কাছে গন্ধ যায়। একবার আমারও নামাযের মধ্যে মাছের গন্ধে খুশু-খুজু চলে যায়। এখন তার জন্য মসজিদে জামাআতে নামায পড়ার হুকুম কি? সে কি জামাআত ছাড়া একা একা নামায পড়বে? নাকি অন্যান্য মুসল্লিকে কষ্ট দিয়ে জামাআতে পড়বে?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম

শরীর থেকে মাছের গন্ধ দূর করতে না পারলে এবং এতে অপরের কষ্ট হলে তার জন্য মসজিদে আসা নিষেধ। এক্ষেত্রে সে ঘরে নামায পড়বে। তবে মাছের কারবার শেষ হয়ে যাওয়ার পরে ভালোভাবে গোসল করে এবং কাপড় পরিবর্তন করে তার মসজিদে যাওয়া কর্তব্য।–রদ্দুল মুহতার ১/৬৬১, ৬৬২; মিরকাতুল মাফাতীহ ২/৪১২

Loading