প্রশ্ন : আসসালামু আলাইকুম, ১। সুরা ফাতিহা পড়ার পর “আমিন” বলা সুন্নত না “আল্লাহুম্মা আমিন” বলা? ২। সম্মিলিত মুনাজাতে সবাই “আল্লাহুম্মা আমিন” বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোন সাহাবীর মুনাজাতের পিছনে “আমিন” বলেছেন নাকি “আল্লাহুম্মা আমিন” বলেছেন?
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
১। আমীন বলা সুন্নাত।–সুনানে আবূ দাউদ, হাদীস নং ৯৩৩; সুনানে তিরমিজী, হাদীস নং ২৪৮
২। মুনাজাতে উভয়টি বলা যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অন্যের দুআয় আমীন বলেছেন।–মুস্তাদরাকে হাকেম, হাদীস নং ৭২৫৬