প্রশ্ন : আমার বাসার ছুটা বুয়ার স্বামী নেই, সে কয়েকজনের বাসায় কাজ করে, কম-বেশি ১০ হাজার টাকা কামাই আছে। সে এই টাকা থেকে টাকা জমিয়ে দেশে জমি ও বাড়ী করেছে। তাকে কি যাকাত দেয়া যাবে? তাকে কি ফিতরার টাকা দেয়া যাবে? উল্লেখ্য আপনার যাকাত আলোচনা পুরা পড়ার পর নিজে সিদ্ধান্ত নিতে পারছি না। আপনি যদি সিদ্ধান্ত দিয়ে দেন।

উত্তর :

নিজের বাড়ি থাকা যাকাত গ্রহণের জন্য প্রতিবন্ধক নয়। যদি তার প্রয়োজন অতিরিক্ত নেসাব পরিমাণ সম্পদ (অর্থাৎ বর্তমান বাজারদর অনুযায়ী সাড়ে বায়ান্ন তোলা রূপার মূল্য পরিমান সম্পদ) না থেকে থাকে তবে তাকে দেওয়া যাবে।–ফাতাওয়া হিন্দিয়া ১/১৮৯; খুলাছাতুল ফাতাওয়া ১/২৪২
প্রিয় দ্বীনী ভাই, একই প্রশ্ন বার বার করা থেকে বিরত থাকলে ভালো হবে। এটা সবার কাছেই অনুরোধ। আমি সাধারণত সিরিয়াল মেইনটেন করে উত্তর দিয়ে থাকি। এখনো প্রচুর পরিমানে প্রশ্ন পেন্ডিং এ রয়েছে। সবগুলো ডিঙ্গিয়ে আপনারটা উত্তর দিলাম।
আরেকটি অনুরোধ হল, ধারনা প্রসূত ও সম্ভাব্য (অর্থাৎ যেটি বাস্তবে ঘটেনি) প্রশ্ন না করার অনুরোধ রইল। বরং যেটা আমলের জন্য জানা প্রয়োজন বা না হলে নয়, সেটাই প্রশ্ন করার অনুরোধ রইল।

Loading