প্রশ্ন : এক যুবকের সাথে জনৈক মহিলার দৈহিক সম্পর্ক ছিল। পরে যুবকটি মহিলার মেয়েকে বিয়ে করে ঘর সংসার করছে, অনেকগুলো সন্তানও হয়েছে। এই বিয়ে এবং সন্তানের ব্যপারে শরীয়তের মাসআলা কি? জানালে উপকৃত হব।

উত্তর :

উক্ত বিবাহ জায়েয হয়নি। অতিসত্বর তাদের বিচ্ছিন্ন হওয়া জরুরী। তাদের আত্মীয়স্বজনের কর্তব্য হল তাদেরকে আলাদা করে দেওয়া। আর তাদের সন্তানদের নসব তাদের পিতা থেকেই সাব্যস্ত হবে।–ফাতাওয়া হিন্দিয়া ১/৫৪০; রদ্দুল মুহতার ৬৫৯,৬৮৭

Loading