প্রশ্ন : আসসালামু আলাইকুম, যোহরের জামাআতে এক রাকাআত সালাত পাই নাই। ভুলে ইমামের সাথেই সালাম ফিরিয়ে ফেলি। তারপর তিন তাসবীহ আদায়, দুই রাকাআত সুন্নাত, দুই রাকাআত কাযা এবং আরও চার রাকাআত কাযা সালাত আদায় করার পর মনে পরে যে, যোহরের এক রাকাআত ফরজ আদায় করি নাই (উল্লেখ্য মসজিদ থেকে বাহির হই নাই এবং কারো সাথে কোন কথাও বলি নাই)। সাথে সাথেই এক রাকাআত নামায আদায় করে সাহু সিজদাহ করি। আমার নামায কি হয়েছে?
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম বড় আলেম
না, আপনার নামায হয়নি। উক্ত নামায আপনি ক্বাযা করে নিবেন।-আল বাহরুর রায়েক ২/১৯৬; হাশিয়ায়ে তাহতাবী, পৃষ্ঠা ৪৭৩