প্রশ্ন : আমি একটা প্রশ্নে করেছিলাম যে, জম্নদিনের যাবতীয় জিনিস বিক্রি করা কি জায়েয। আপনি বলেছেন, যে বস্তু বৈধভাবে ব্যবহারের কোন সুযোগ নেই তা বিক্রি করা হারাম। ১/ আমাকে এখন বললে ভালো হয় যে happy birth day লেখা পোস্টার কি অন্ন কোন বৈধ ভাবে ব্যবহার করা যাবে? ২/ নারীদের টিপ বিক্রি করা কি জায়েয।

উত্তর :

১। না, এটা বিক্রি করা মাকরূহে তাহরীমী।- রদ্দুল মুহতার ৪/২৬৮; তাবয়ীনুল হাকায়েক ৪/৯৯; আল বাহরুর রায়েক ৫/২৪০

২। কপালে টিপ দেওয়া হিন্দুয়ানী প্রথা এবং তাদের জাতীয় শীআর বা নিদর্শন। তাই মুসলমানদের জন্য তা ব্যবহার করা নাজায়েয। তবে অমুসলিমদের নিকট তা বিক্রি করা যেতে পারে।–সহীহ মুসলিম, হাদীস নং ৬২৫; সুনানে আবূ দাউদ, হাদীস নং ৪০৩৩

Loading