প্রশ্ন : আসসালামু আলাইকুম একটা মগ ভর্তি প্রসাব ছিলো আমার একটা নকিয়া ফোন ওই মগে পড়ে সম্পূর্ন ডুবে যায়।এরপর সাথে সাথে ফোনটা তুলে পানি দিয়ে ধুয়ে নেই। এরপর দোকান থেকে সার্ভিসিং করিয়ে আনি। এখন আমার প্রশ্ন হলো ঐ ফোনের মধ্যে যদি একটু প্রসাবও থেকে যায় তাহলে কি আমি ঐ ফোন ব্যবহার করলে আমার অযু নষ্ট হবে? আর আমি কি ঐ ফোন পকেটে নিয়ে নামায পড়তে পারবো?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
না, তা ব্যবহার করলে আপনার উযূ নষ্ট হবে না এবং উক্ত ফোন পকেটে নিয়ে আপনি নামায পড়তে পারবেন।–হাশিয়ায়ে তাহতাবী ১/১৬৩; আল বাহরুর রায়েক ১/৪১৪

Loading